মামুন কৌশিক, বারহাট্টা প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমাদের সবার ইচ্ছা থাকলে আমরা অভুক্ত মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে পারি। এক্ষেত্রে সৎ ইচ্ছা শক্তিটাই আসল। যেমনটা করলেন বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের অধিকাংশেরই এখনও কোন চাকরি হয়নি।
তারপরও দেশের জাতীয় দুর্যোগে ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তারা।আজকে উপজেলার ২০০ অভুক্ত পরিবারের হাতে খাবার সামগ্রী তোলে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, পেঁয়াজ,আলু ও তৈল।তবে তাদের সার্বিক সহায়তা করেছেন ২০১১ ব্যাচের লন্ডন প্রবাসী খন্দকার অলী।