মামুন কৌশিক, বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ৪ নং আসমা ইউনিয়নের গুমুরিয়া হতে কান্দাপাড়া কাচা রাস্তা সংলগ্ন লাগানো ৮টি গাছ (যার বর্তমান বাজার মূল্য ১৫০০০০ টাকার) দুর্বৃত্তদের দ্বারা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দুর্বৃত্তরা গাছ কেটে নিয়েছে এই বিষয়টি জানার পর নিজেই বাদী হয়ে বারহাট্টা থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে এই প্রতিবেদককে জানান ৪ নং আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হাসেম তালুকদার।
এই বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান বলেন যে, ৪ নং আসমা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাসেম তালুকদারের পক্ষ থেকে সরকারি রাস্তার ৮ টি গাছ (যার মূল্য প্রায় ১৫০০০০ টাকা) গাছ কেটে নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি।ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।