মোঃ রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ বায়েজিদ থানা আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম সগীর পরলোকগমন করেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির আজ ৯ জুন দুপুর আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছগিরের মৃত্যুতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আজম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।