বান্দরবানের জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা (৪৮) নিহত হয়েছে। সেই সাথে সাবেক এক ইউপি মেম্বার ও যুবলীগের নেতাসহ আহত হয়েছে আরো ৫জন। উপজেলার জামছড়িমুখে একটি চায়ের দোকানে শনিবার সন্ধ্যায় এ হামলা হয় বলে সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী জানান। নিহতের বাড়ি জামছড়ির ভিতর পাড়া এলাকায়।
ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহতরা হচ্ছেন, সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্য প্র ম্ন (৪৫) ও প্রতিবন্ধী আদাসী মারমা (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অস্ত্রসহ ৮ থেকে ১০জন সশস্ত্র ব্যক্তি রাজবিলার জামছড়ির মুখ পাড়ার একটি দোকানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই বাচনু মারা যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানালেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।