চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
দেশে বোরোর বাম্পার ফলন হওয়ার পরেও করোনা পরিস্থিতিতে চালের দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এই পরিস্থিতিতে চালের দাম না কমলে একাধিকবার চাল আমদানির হুঁশিয়ারি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালো খাদ্য মন্ত্রণালয়।