মাহফুজুর রহমান বাপ্পী,বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২৫৬জন কৃষক কৃষাণীকে ১০প্রকারের বীজ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন সেন প্রমুখ ।
প্রত্যেক কৃষকদের মাঝে বেগুন, পেপে, করোলা, বরবটী সিম সহ ১০প্রকারের বীজ ও সার, জৈব, অজৈব সার ও কৃষিক্ষেত পরিচর্চার জন্য ১৯৩৫ টাকার চেক প্রদান করা হয়েছে।