বাসযোগ্যতার দিক থেকে এ শহরের অবস্থান সবচেয়ে নিচে হওয়ার পরও মানুষ আসা থামছে না। নানা কারণে রাজধানীতে আসতে চাওয়া, আসতে বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ঢাকা ড্রিম।
২১ ডিসেম্বর ঢাকা ড্রিম ছবিটির শুটিং শেষ হয়েছে। শুরু হয়েছে সম্পাদনার কাজ। ছবির পরিচালক প্রসূন রহমান জানালেন, বাংলা নববর্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেভাবেই সব কাজ গোছানো হচ্ছে।
নির্মাতা বলেন, কাজের ক্ষেত্রে মাইগ্রেশন, মাইনরিটি ও নারীর গল্প আমার বিশেষ আগ্রহের বিষয়। সেগুলোর একটি “মাইগ্রেশন” এ নিয়ে পরিকল্পিত ঢাকা ট্রিলজির প্রথম চলচ্চিত্র ঢাকা ড্রিম। এর সিক্যুয়েল করার ইচ্ছেও আছে।
এর আগে প্রসূন রহমান পরিচালিত দুটি ছবি সুতপার ঠিকানা ও জন্মভূমি মুক্তি পেয়েছে ।