বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের ভুয়া করোনা রিপোর্ট নিয়ে রীতিমত তোলপাড় চলছে ইতালিজুড়ে। দেশটির প্রভাবশালী পত্রিকাগুলোর শিরোনামেও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।
ইতালির প্রথম সারির দৈনিক লা রিপাবলিকা শিরোনাম করেছে, বাংলাদেশ ফেরত প্রবাসীদের নিয়ে। বলা হচ্ছে, ইতালিতে ফের করোনার ঝুঁকি তৈরি করছে বাংলাদেশিরা। পত্রিকাটি বলছে, বাংলাদেশ থেকে ইতালি ফেরা অভিবাসীদের ১৩ শতাংশের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত দুই সপ্তাহে ঢাকা থেকে ৪ টি ফ্লাইট যায় রোম ও মিলানে। প্রতি ফ্লাইটে আড়াইশোর বেশি অভিবাসী ছিলেন। ইল মেসেজেরো বা দ্য মেসেঞ্জার পত্রিকা বলছে, ঢাকা থেকে প্রাইভেট ফ্লাইটে অন্তত ৬শ’ করোনা পজেটিভ মানুষ ইতালিতে ঢুকেছে।