মোঃরাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জুলাই) রাতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে। এসময় দম্পতির কিশোরী কন্যাকেও আটক করে পুলিশ।
আটককৃতরা হলো মোহাম্মদ ইউনুছের কন্যা কিশোরী আখি মনি (১৪), মৃত বেলায়েত হোসেনের পুত্র নুর মোহাম্মদ (৫৫) এবং তার স্ত্রী রাশেদা বেগম প্রকাশ কালা বানু (৪০)।
তারা সকলে রামুর ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে থানা পুলিশের এসআই আকতার হোছাইনের নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালীর প্রধান সড়কের সর্ব দক্ষিণের পুঁইছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ।”