খোকন আহম্মেদ, গৌরনদী প্রতিনিধি: বরিশাল র্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার চরআইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন নলীকে নিজবাড়ি থেকে আটক করেছে।
এ সময় তার বসত ঘরে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ জানান, আটককৃতর বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুর জেলার বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়াও উল্লেখিত ঘটনায় কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।