আসন্ন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য বর্তমান মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আতিকুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের গত ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখের জারিকৃত এক বিশেষ পরিপত্রের নির্দেশনা মোতাবেক বর্তমান মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেন মেয়র আতিকুল ইসলাম।