কাজী মাহমুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ১১-২০গ্রেডের সরকারি চাকরিজীবী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের ১১-২০ গ্রেডের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।