ফোর টায়ার ডাটা সেন্টারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ফোর টায়ার নামে একটি ডাটা সেন্টারসহ মোট ৪ টি প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো জানান এর মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের ওপর আর নির্ভরশীল থাকতে হবে না।
বৃহস্পতিবার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধা ও নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য সোলার প্যানেলের ব্যবস্থা করা হয়েছে
আগামীতে শিপিং ক্ষেত্রকে অর্থনৈতিক উন্নয়নের আরেকটি দিক গঠন করার জন্য বরগুনা জেলাতে আরেকটি সমুদ্র বন্দর করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।