বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশের জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে নৈরাজ্য চালানোর অভিযোগে করা মামলায় এ আদেশ দেওয়া হবে।
আজ রবিবার গ্রেফতারি পরোয়ানা জারির বিষয় আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা মহানগর হাকিম হাবীবুর রহমান এদিন আদেশ না দিয়ে আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন।
আদালতের পেশকার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।