পুলিশ সদস্যর বিরুদ্ধে নববধুর সংবাদ সম্মেলন
নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নববধু নেহা আক্তার সুমি তার ডিএমপির পুলিশ সদস্য স্বামী আজমাইন হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।
শহরের পৌর ৩ নং ওযার্ডের মহিলা কাউন্সিলন সাবিহা সুলতানার বাড়িতে শনিবার রাত সাড়ে ১০টায় সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্যে নেহা বলেন, আমি ভ্যান চালকের মেয়ে। এ সব জানার পরও উচ্চ বিদ্যালয় থেকে প্রেমের সর্ম্পকের মাধ্যমে ২০১৮ সালের ১২ জুন বিয়ে করে তার কর্মস্থল এলাকা ঢাকাসহ তার আত্বিয়ের বাড়িতে ১ বছর দাম্পত্য জিবন কাটাই।
গরিবের মেয়ে বলে তার পরিবার তাকে ২য় বিয়ে করায়। বর্তমানে বাবার বাড়িতে ৬ মাস ধরে অবস্থান করছি। কেউ খবর নেয়না। এ অবস্থায় আমার অধিকারের কোন নিশ্চয়তা পাচ্ছিনা। তাই সংশ্লিষ্ট উর্ধ্বত্বনদের কাছে ন্যায় বিচার দাবি করেন এ নববধু। এ সময় ওয়ার্ড কাউন্সিলর সাবিহা সুলতানা, নেহার পিতা-মাতাসহ সৈয়দপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।