মো.আলী হোসেন খান, জগন্নাথপুর প্রতিনিধিঃ নামগঞ্জের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বসত ঘরে পড়ে যাওয়ার ঘটনায় মানুষ রক্ষা পেলেও একটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামে।
১৯ আগস্ট (বুধবার) বিকেলে শেরপুর গ্রামের দিনমজুর কবিন্দ্র বৈদ্যের টিনসেড ঘরে বিদ্যুৎ লাইনের জরাজীর্ণ তার ছিড়ে পড়ে গেলে পুরো ঘরে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। এ সময় কোন রকমে ঘরে থাকা মানুষ রক্ষা পেলেও একটি গরুর মৃত্যু হয়। এতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের গরুর মৃত্যু হয় বলে ক্ষতিগ্রস্ত কবিন্দ্র বৈদ্য জানান।
তবে সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান বলেন, জনবসতি বাড়ি ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তাই দ্রুত অন্যত্র সরিয়ে নিতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।