জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিধিনিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মোঃ সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬) নামের দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ভোররাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার জালশুকা কুমুদগঞ্জ (শ্যামগঞ্জ বাজার সংলগ্নে) এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সমর আলী ভোর রাতে ফিসারীতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে অসাবধানতার কারণে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বাবা-ছেলের মৃত্যুতে তাদের বাড়িতে এখন শোকের মাতব। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।