জাহাঙ্গীর আলম,নেত্রকোণাঃ নেত্রকোণা জেলায় আরো দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নেত্রকোণা জেলায় সর্বোমোট চার জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হচ্ছেন, নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের মোঃ বাবুল মিয়া (৩৮) এবং সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তাসলিমা আক্তার (২০)। এদিকে গেল শুক্রবার খালিয়াজুরী সদর হাসপাতালের নার্সসহ দুজন আক্রান্ত হয়েছে। জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে।