মামুন কৌশিক, বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সরকারি প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার সিংধা ইউনিয়নের তেলীকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান আকন্দ (৩৫) বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি তেলীকুড়ি গ্রামের মৌলা মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,জেলার বারহাট্টা উপজেলার তেলীকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান আকন্দ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির অদূরে ফিসারীতে মাছ দেখতে যান। এ সময় তিনি পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, বিদ্যুৎস্পর্শে স্কুল শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক জামান আকন্দের মৃত্যুতে বারহাট্টা উপজেলায় শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।