সাজেদুর রহমান, নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় মাধনগর পুরুষোত্তম বাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সজিব ওয়াজেদ জয় পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়েছে।
সজিব ওয়াজেদ জয় পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শফিউল ইসলাম শুভ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রকির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সজিব ওয়াজেদ জয় পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি এস.এম ফখরুদ্দিন ফুটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক আতাউর রহমান। অনুষ্ঠান শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় ।