সাজেদুর রহমান, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে পানসিপাড়া গ্রামের সাবেক মেম্বার হুমায়ন কবির ও বড় ভাই সাফি উদ্দিনের ৮৮০টি পেয়ারা, আম ও মেহগুনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ সেপ্টেন্বর) হুমায়ন কবির জানান, তার বাগানে শত্রুতা করে বুধবার রাতে কোন এক সময় আমার পানসিপাড়া পদ্মার চরে মাঠের বাগানে লাগানো পেয়ারা গাছ ৭০০টি, আমগাছ ৯০টি, মেহগনি গাছ ১০০টি মোট ৮৯০টি গাছ কেটে ফেলা হয়। তিনি জানান এতে প্রায় ৮ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, মামলার প্রস্তুুতি চলছে। মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।