সাজেদুর রহমান, নাটোর প্রতিনিধিঃ নাটোরে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষনের অভিযোগে ৪ পরিবহণ শ্রমিককে আটক করেছে পুলিশ। রোববার ১৬ আগষ্ট দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত চাপাইনবাবগঞ্জ এলাকার ওই নারীর সাথে বাসে যাতায়াতে পরিচয় হয় নাটোরের বাস চালক রাশেদুলের।
এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গার্মেন্টস কর্মীকে বৃহস্পতিবার নাটোরে ডেকে নেয় রাশেদুল। শুক্রবার সারাদিন নাটোরের বিভিন্ন স্থানে বেড়ানোর পর সন্ধ্যায় সদর উপজেলার রাজিবপুর এলাকার একটি পরিত্যাক্ত গরুর খামারে নিয়ে গিয়ে অপর ৩ সহযোগী সহ গণধর্ষণ করে।পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুল ড্রাইভার, হেলপার সাদ্দাম, রুবেল ও ফারুক মন্ডলকে আটক করে পুলিশ।