আমজাদ হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে দিন যতই যাচ্ছে ততই আতংক বৃদ্ধি পাচ্ছে ।প্রশাসনের কোনো উদ্দ্যোগই থামাতে পারছেনা করোনার আক্রমন। এদিকে সঠিক সময়ে নতুন আক্রান্তদের তথ্যদিতে ও ব্যর্থ হচ্ছে নরসিংদী সিভিল সার্জন অফিস।
গত ৪৮ ঘন্টায় ৯৪ জনের নমুনা পাঠানোর পর (২২ ও ২৩ এপ্রিল বুধ ও বৃহস্পতিবার) নতুন করে ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলাতে মোট ১৬৫ জন আক্রান্ত হয়েছে বলে নরসিংদী সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়। নতুন আক্রান্ত পলাশ ১জন।
এদিকে পুরাতন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন মনোহরদী উপজেলায় ৫ জন শিবপুর উপজেলায় ১৭ জন পলাশ উপজেলায় ৭ জন বেলাব উপজেলায় ২৩ জন ও রায়পুরা উপজেলায় ৩৩ জন । এপর্যন্ত নরসিংদী জেলা থেকে ৬৮৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ১৬৬ জনের আক্রান্তের রিপোর্ট এসেছে এবং ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।