দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।