ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের তিনজন হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের আমতা গ্রামে ইউনিয়ন পরিষদ এর পাশে খেলার মাঠ সংলগ্ন একটি পুকুর নিয়ে।
ঘটনার খবর পেয়ে আমতায় গিয়ে জানা যায় ভূক্তভোগী সুবাশ চন্দ্রদাস(৬০)এর সাথে প্রতিবেশী সায়েদ আলী(৫০) এর দীর্ঘদনি যাবৎ তাদের বাড়ির পাশের একটি পুকুরের জমি নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধের জের ধরে গতকাল সকালে পুকুরটির পার রক্ষায় বাশ দিয়ে বাধ দিতে ঘটনা স্থলে উপস্থিত হলে সায়েদ আলী ও তার ছেলে সহ কয়েকজন সুবাশ চন্দ্র দাস ও তার ছেলে বদন চন্দ্র দাস(৩২)এর উপর হামলা করে ঘটনার ডাক চিৎকারে সুবাশ চন্দ্র দাস এর বাড়ির লোকজন ছোটে আসলে সায়েদ আলী ও তার সহযোগীরা বদন এর স্ত্রী কাকন দাস(২৪)বদন ভাইয়ের স্ত্রী রুপা রানী দাস(২৫) ও মৃতঃ জন্টু দাস এর স্ত্রী সেফালী রানী দাস এর উপরও মারধর করে এতে তারা আহত হলে তাদের কে সাটুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই সায়দে আলী সহ কয়েকজনের বিরোদ্ধে অভিযোগ হয়েছে বলে জানা গেছে ।