উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন।
জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণে যা পাওয়া গেছে তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন সুইডেনের পাবলিক প্রসিকিউশনের সহকারী প্রধান ইভা মারি পারসন।
খবরে বলা হয়, মঙ্গলবার (১৯ নভেম্বর) অ্যাসাঞ্জের বিরুদ্ধে ২০১০ সালে আনা ধর্ষণের অভিযোগের তদন্ত বাদ দিয়েছেন সুইডিশ প্রসিকিউটররা।
উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে এক সুইডিশ নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তখন এই তদন্ত শুরু হয়। তবে, ৪৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।