স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কারণ আমরা চাই না আমাদের দেশ আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের মানুষ কিংবা পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক। দেশ ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে গমনাগমন বন্ধ রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ থেকে আসলেই জেলা সিভিল সার্জেনের কাছে তথ্য দিতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পর্যায়ে তিনটি কমিটি সেই সাথে প্রতিটি জেলায় আলাদা কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, যে দেশ থেকেই আসুক-না কেন নিজ দায়িত্বে কোয়ারেনটাইনে থাকতে হবে। বিদেশ থেকে আগত যে কারও কোন ধরনের অসুস্থতা থাকলে দ্রুত সিভিল সার্জেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করার আহ্বান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমন হলেও আতঙ্কিত হবার কিছু নাই। সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে, আতঙ্কিত হবার কিছু নাই।