গাজীপুরের বেক্সিমকোর ওয়ার হাউজ থেকে, বিশেষ নিরাপত্তায় টিকাগুলো নির্দিষ্ট জেলায় পাঠানো হয়। জেলার সিভিল সার্জন কর্মকর্তারা টিকা বুঝে নেন।
এছাড়া যারা টিকা দেবেন, তাদের জেলাভিত্তিক বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জেলা-উপজেলায় তৈরি করা হচ্ছে টিকা দেয়ার বুথও। প্রথম সারিতে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেয়া হবে। তবে টিকা নেয়ার আগে, অবশ্যই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।