মোঃ নাজমুল ইসলাম নয়ন,দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন এবং এএসপি আ.ন.ম ইমরান খান এর নেতৃত্বে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাগলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩ (একশত তিরানব্বই) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোটর সাইকেল সহ ৩ (তিন) জন মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়েছে ।
আটক কৃত মাদক ব্যাবসায়ী ১। মোঃ মাসুদ রানা (২২), পিতা- মোঃ আমিনুর ইসলাম, সাং- ফুলবাড়ি দলদলিয়া ডাঙ্গাপাড়া, থানা- ফুলবাড়ি, জেলা- দিনাজপুর, ২। মোঃ মোমিনুর হক (২৭), পিতা- মোঃ হাসেম আলী, সাং-কৃষ্ণপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর, এবং ৩। মোঃ শাহিনুর ইসলাম (২০), পিতা- মোঃ ছানোয়ারুল ইসলাম, সাং- মোল্লাপাড়া, থানা- বিরামপুর, র্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান , র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে।
র্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।