মৃদুল ধর ভাবন, আশুলিয়া প্রতিনিধিঃ সাভারে বনভোজনের ট্রলারে বিদ্যুতের খুঁটি তার ছিঁড়ে পড়ে পানিতে পড়ে দুই যুবক নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে এখন পানিতে তল্লাশি চালাবেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ দুই যুবকের নাম সুমন।
এলাকাবাসী জানায় আজ ট্রলারে বনভোজনের জন্য গতকাল সন্ধ্যায় প্রস্তুতি নিচ্ছিলেন সাভারের বনগাঁ ইউনিয়নের বেরাইদ দাসপাড়া এলাকার ছয় যুবক। এ সময় তাদের ট্রলারটি দাসপাড়া এলাকার একটি বিলে পৌঁছালে বিদ্যুতের খুঁটির সাথে তাদের ট্রলারটি সজোরে ধাক্কা লাগে। সময় ট্রলারে বিদ্যুতের খুঁটির তার ছিড়ে পড়লে জুয়েল নামের এক যুবক গুরুতর আহত হয়।
এসময় পাঁচ যুবক আতঙ্কে বিলের পানিতে লাফিয়ে পড়লে সুমন নামের ওই দুই যুবক নিখোঁজ হয়। এসময় অন্যরা সাঁতরিয়ে বিলের পাড়ে উঠে যায়।পরে স্থানীয়রা খবর পেয়ে আহত জুয়েলকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণের মধ্যেই এখন দুই যুবককে উদ্ধারে বিলের পানিতে তল্লাশি চালাবেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া গত কয়েকদিন আগে ওই ইউনিয়নের নিকরাইল গ্রামে বিদ্যুতের তার ট্রলারে ছিঁড়ে পড়ে একজন নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়। বিষয়টি নিশ্চিত করে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন নিখোঁজ দুজনকে উদ্ধারে এখন বিলের পানিতে তল্লাশি চালাবেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।