মোঃ জাহাঙ্গীর আলম (মুকুল),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি মোছাঃ আফরোজা খানমকে অভিনন্দন জানিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ নেতৃবৃন্দ।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়-এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৬-০৭-২০২০ তারিখের পিএস-৬৪স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, যশোর (মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯” এর প্রবিধি ৩৯ অনুসারে নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি অনধিক ০৬ (ছয়) মাসের জন্য অনুমােদন দেয়া হলাে।
মােছা: আফরােজা খানম, স্বামী মাে: রবিউল আলম তাপস কুমার উপাধ্যায় মােঃ রেজাউল করিম শেখ প্রধান শিক্ষক, খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পদ সভাপতি সাধারণ শিক্ষক সদস্য অভিভাবক সদস্য সদস্য সচিব, এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, যশাের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯” অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ১২-০৪-২০১১ খ্রি. তারিখের শিম/শাঃ১১/১০-১১/২০০৯/১৭১ নং স্মারক পত্রের নির্দেশনা অনুযায়ী এই কমিটি কোন ভাবেই শিক্ষক/কর্মচারী নিয়ােগ দিতে পারবে না।