জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: আজ ৪ই অক্টোবর সকালে ডুমুরিয়া বাজরে বাগেরহাটের ফয়লা অধিবাসী আবু বক্কার(৫২) নামে এক ব্যক্তি হরিণের মাংসসহ ডুমুরিয়া বাজারে আটক হয়।
তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বন্য প্রাণী সংরক্ষণ আইন’২০১২ এর ৩৪(খ) ধারায় ৭০০০/- (সাত হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি জব্দকৃত হরিণের মাংস ভক্ষণযোগ্য বিবেচনায় ডুমুরিয়া সাজিয়াড়া মাদ্রাসার অনুকূলে বিতরণ করা হয়। উক্ত অভিযানে ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।