উন্নত সম্মৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই জানিয়ে কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন খেলাধুলায় যুব সমাজকে মাদক থেকে মুক্ত করতে পারবে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র সুপার কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোওয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র মাসুদ পরভেজসহ আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় মোমিনপুর ফকিরের মোড় একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোপালপুর একাদশ।