জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সরকারি বরাদ্দকৃত অর্থ যেন লুট না হয় তারই প্রতিবাদে উদীচি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করে তারা।
এসময় উদীচি জেলা শাখার সভাপতি সেতেরা বেগমসহ বক্তারা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো অর্থ প্রকৃত শিল্পী ও সংগঠনকে বাদ দিয়ে কারা উত্তোলন করছে তা খতিয়ে দেখতে হবে।
এছাড়া মৃত ব্যাক্তির নামে কিভাবে বরাদ্দ আসলো কারা সেই টাকা কারা উত্তোলন করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
অন্যথায় আরো কর্মসুচির হুশিয়ারি উচ্চারন করেন তারা। কর্মসুচিতে উদীচি ছাড়াও জেলার বেশকয়েকটি সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিল্পী ও সাংস্কৃতিককর্মীরা অংশ নেয়।