মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে কর্মহীন দরিদ্র বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
ঘারিন্দা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, গোসাই জোয়ার ও আউলটিয়া স্কুল মাঠে পাঁচশতাধিক দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ট্যাগ অফিসার মোঃ সেলিম রেজা, ঘারিন্দা ইউনিয়নে সম্ভাব্য উপ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তফা তালুকদার , ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিবুর রহমান সাদ্দাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইমান আলী, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার’সহ অন্যান্যরা।
সংশ্লিষ্টরা এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।