টাইগার বোলারদের তোপে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউটের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ১ম টেস্টের ২য় দিনে খালেদ আহমেদের জোড়া উইকেটে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ।
এরপর টেম্বা বাভুমাকে সেঞ্চুরি বঞ্চিত করে খেলায় টাইগারদের ভালোভাবেই টিকিয়ে রাখেন মেহেদী মিরাজ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা এখন ব্যাট করছে ৮ উইকেটে ২৯৮ রান নিয়ে।
ডারবানের কিংসমিডে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে নতুন দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৫৩ রান নিয়ে খেলা শুরু করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
অপর প্রান্তে থাকা কাইল ভেরাইন্না শুরু করেন দেখে শুনে। ৮০ ওভার শেষে নতুন বলে হাতে নেয়ার পর সাফল্য তুলে নেন খালেদ আহমেদ।
ভেরাইন্না ২৮ রান করে এলবিডব্লিউ হন ডানহাতি পেসার খালেদের বলে।এরপর, উইয়ান মুলডারকে নিজের তৃতীয় শিকার বানান খালেদ।
তবে এবাদতের বলে স্লিপে ইয়াসির ক্যাচ না ফেললে ব্যক্তিগত ৮২ রানে আউট হতে পারতেন বাভুমা। তবে সেঞ্চুরির অপেক্ষায় থাকা বাভুমাকে বোল্ড করে সাজঘরে পাঠান মিরাজ।
কেশব মহারাজের সাথে বাভুমার অবিচ্চিন্ন জুটিতে ৫৩ রান পায় দক্ষিণ আফ্রিকা। পরের ওভারে বোলিংয়ে এসেই দুর্দান্ত ডেলিভারিতে সরাসরি মহারাজের স্ট্যাম্প উপড়ে ফেলেন এবাদত হোসেন।
প্রথম সেশনেই প্রোটিয়াদের সংগ্রহ যে পাহাড় ছুঁয়ে ফেলছে না, তা অনেকটাই নিশ্চিত করেছেন খালেদ-মিরাজরা।