দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড।
বাংলাদেশের ২৭১ রানের জবাবে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
টম ল্যাথামের সেঞ্চুরি ১১০ (১০৮) ও কনওয়ের ৭২ (৯৩) রানে ভর করে ১০ বল বাকি থাকতেই ২৭২ রানের টার্গেট অতিক্রম করে নিউজিল্যান্ড।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ও মিথুনের হাফ সেঞ্চুরিতে ২৭১ রানের মাঝারি স্কোর সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিংয়ে নেমে মেহেদির জোড়া আঘাতে ৫৩ রানেই ৩ উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ডের।
দলীয় ২৮ রানের মাথায় মুস্তাফিজের শিকারে পরিণত হন গাপটিল।
এর ৪ ওভার পরেই ব্যক্তিগত ১৩ (১৮) রানে মেহেদি হাসানের শিকারে পরিণত হন হেনরি নিকোলাস।
নিজের পরের ওভারেই উইল ইয়ংকে ১ (৭) রানে বোল্ড করেন মেহেদি।
তবে টম ল্যাথাম ও কনওয়ের বড় জুটিতে জয়ের আশা ফিকে হতে শুরু করে বাংলাদেশের।
শেষ দিকে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে কিউইরা।