মোস্তাফিজুর রহমান উজ্জল,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহে ২জুলাই(বৃহস্পতিবার) তারিখ কুষ্টিয়া ল্যাব থেকে ৯৩ জনের নমুনার ফলাফল এসেছে,এর ভিতর ২৭ জনের ফলাফল পজেটিভ।৬৬ জনের নেগেটিভ।
সদরে-৯ জন,কালিগঞ্জে-১৪জন,শৈলকুপায়-২জন,মহেশপুরে-১ জন,হরিনাকুন্ডুতে-১জন।এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩৬ জন,মোট মৃত্যুর সংখ্যা ৫,মোট সুস্থ ৯৪জন,মোট সংগৃহীত নমুনার সংখ্যা ২৩৬০। সকাল ১০-৩০মিনিটে চ্যানেল এস টিভিকে সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।