ওমর আলী বাবু, জয়পুরহাট প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশ করতে না পেরে জয়পুরহাটে আবু সাইদ (১৭) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে।
জানা গেছে, রোববার (৩১ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর উত্তীর্ন হতে না পেরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আবু সাইদ অভিমান করে বাড়ীর সবার অগোচরে গ্যাসবড়ি খায়।
এক পর্যায়ে ব্যাপারটি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। জানা যায় , আবু সাইদ অংক পরীক্ষায় ফেল করেছিল।