জয়পুরহাট প্রতিনিধি: জাল কাগজপত্র তৈরী করে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভূক্তির অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাটের আক্কেলপুরের মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধারক বলেন উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আব্দুর রহিম ও লুৎফর রহমান ওই দুজন ব্যক্তি হঠাৎ করে জাল মুক্তিসনদ ও গেজেট এনে তালিকাভূক্তের জন্য জমা দিলে সকল মুক্তযোদ্ধারা হতবাক হন। ওই দুই ব্যক্তিকে তাঁরা কখনো দেখেন নি বা চিনেন না। এরই প্রতিবাদে তাঁরা মানববন্ধন করেছে।