মো: শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর সদরের মধ্যশংকরপুর এলাকা হতে(৫০০গ্রাম) গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪। র্যাব সূত্রে জানায়, র্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২৪ আগষ্ট) সোমবার বিকালে জামালপুর সদরের মধ্যশংকরপুর গ্রামের মো: হায়দার আলী ফকিরের বসত বাড়ীর পশ্চিম পাশের ঘরে অভিযান পরিচালনা করে ।
মৃত রহিম মুন্সির ছেলে মো: হায়দার আলী ফকির(৬০) কে (৫০০গ্রাম) গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব। আটক কৃত গাজার আনুমানিক বাজার মূল্য ১৫হাজার টাকা।