মো: শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কৃষকেরা শ্রমিক পাচ্ছেনা। তাদের এই কষ্ট দেখে জামালপুর সদর উপজেলার ১০নং শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্বেচ্ছা শ্রমে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা।
সোমবার (১১মে) দুপুরে জামালপুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদের তত্বাবদানে অসহায় দরিদ্র বর্গাচাষি কৃষক মোতালেব হোসেন গুঠুর ১ একর পাকাধান কেটে দিলেন জামালপুর সেচ্ছাসেবকলীগের ৪০ জন নেতা কর্মীরা।
এসময় সৈয়দ তানভির আহাম্মেদ সাংবাদিকদের জানান করোনা ভাইরাসের কারনে সারাদেশে কৃষকদের ধান কাটতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশের ন্যায় জামালপুরে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের ধান কাটার উদ্যোগ গ্রহন করেছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সজিব, সদর উপজেলা পৃর্ব শাখার সেচ্ছাসেবক লীগের আহাব্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন আহাব্বায়ক হুমায়ুন হোসেন দিপু, সাগর হোসেন রুবেল, মমিন, লুৎফর রহমান, লরেন্স, ২নং শরিফপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান ফারুক, সাধারন সম্পাদক মুরাদ উদ্দিন, জামালপুর পৌরশাখার ওয়াড সেচ্ছাসেবক লীগের আহাব্বায়ক রাকিব, পৌর ওয়াড় ছাত্রলীগের আহব্বায়ক রাব্বী, সদস্য সচিব তাহিদুল ইসলাম সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।