মো: শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রত্যাশী সাগর হোসেন রুবেলের উঠান বৈঠক ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শরিফপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে লোকজনের আয়োজনে রামপুর লাল পুকুর পাড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ছাএলীগ নেতা মোঃ তৌকির আহমেদের সঞ্চালনায় ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হারুনুল হকের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল লতিফ আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আঃ রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজল হক, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান ফারুক, ২ নং শরিফপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হাসান,শ্রমিকলীগ নেতা মহির উদ্দিন, সাবেক মেম্বার দুলাল উদ্দিন, দানেজ আলী , বীর মুক্তি যুদ্ধা মোঃ আব্দুল কাদির, আজিজল মন্ডল, বাদশা মন্ডল, কদ্দুস মন্ডল, ময়নাল হক আকন্দ,নিজাম উদ্দিন, জিয়াউল হক, ওয়াড় ছাএলীগের সভাপতি মোঃ রিফাত মল্লিক, ইউনিয়ন ছাএলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সজিব সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে সাগর হোসেন রোবেলের জন্য দোয়া প্রার্থনা করে তাকে সমর্থন করার আহŸান জানান।
রুবেল তার বক্তব্যে বলেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকার মনোনয়ন দেন তাহলে চেয়ারম্যান হিসেবে সকলের সহযোগীতা নিয়ে জয়যুক্ত হবো। পরে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উঠান বৈঠক শেষে ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন।