জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডাক্তার নার্স সহ সকল স্টাফদের কে নিষ্ঠার সাথে সেবা দিতে বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। ৫০ শয্যা বিশিষ্ট ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আন্ত: বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
আজ শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আন্ত: বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প: প: কর্মকর্তা শাহনাজ সুলতানা, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা,ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
উক্ত অনুষ্ঠানে ডাক্তার নার্স সহ সকল স্টাফ ও আওয়ামীলীগের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।