রোববার (২০ ডিসেম্বর) সকালে গাইবান্ধায় চিনিকলের সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। এসময় বক্তারা অবিলম্বে আখ মাড়াই শুরু করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
একই দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ করেন চিনিকল শ্রমিক কর্মচারী ও আখচাষীরা। চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি চালিয়ে আসছেন তারা।