মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে শীতের মৌসুমে পশমী কাপড়ের মার্কেট হিসেবে প্রসিদ্ধ চৌধুরী ঘাট এলাকার ওয়াশিংটন মার্কেট। বর্তমানে জমজমাট মার্কেট হলো হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। শহরের প্রাণকেন্দ্র হওয়ায় ক্রেতা সাধারন এ মাঠ থেকেই শীতের পশমী কাপড় চোপর কিনছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌধূরী ঘাটের ওয়াশিংটন মার্কেটে গিয়ে ঘুরে দেখাযায় দোকানিরা চট্টগ্রাম থেকে বড় বড় কাপরের গাইড এনে মালামাল খুলে পসরা সাজিয়ে বসে আছে ক্রেতার অপেক্ষায়।
বেশ কয়েক জন কাপড় বিক্রেতার সাথে কথা বললে তারা,জানান, আমাদের এ মার্কেটে শীতের মৌসুম আসলে ক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠতো। কিন্তু এ বছর তেমন কোনো ক্রেতার আনা গুনা তেমন পরিলক্ষিত হচ্ছেনা। অন্য দিকে হাসান আলী সরকসরি উচ্চ বিদ্যালয় মাঠের পশমী কাপড়ের ভ্রাম্যমান দোকান গুলো জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাতঅবদি ক্রেতার ভীড় লেগেই রয়েছে। এখানে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার বিচরন সবচেয়ে বেশি। সল্প মূল্যে ক্রতা সাধারন হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠের ভ্রাম্যমান কাপড়ের দোকান গুলো থেকে পশমী পোষাক ক্রয় করতে পারছে।