টালিউডের প্রখ্যাত অভিনেতা ও সাবেক সাংসদ তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ৬২ বছর বয়সী এই অভিনেতা। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গসহ সারা ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নিয়েছিলেন জনপ্রিয় এই শিল্পী। প্রতিভাবান এই চিত্রশিল্পী বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন।
তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’ তাঁর হিট ছবিরগুলির মধ্যে অন্যতম। ১৯৮২ সালে পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০০৯ সালে তৃণমূলের টিকেটে কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।