বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর পর্যন্ত অনেক কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিলো কম। ভোটগ্রহণ শুরুর পর থেকেই লালখানবাজারে কয়েকদফায় সংঘর্ষে জড়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।
সরাইপাড়ায় ভোট শুরুর আগে ছুরিকাঘাতে নিহত হয় এক কাউন্সিল প্রার্থীর সমর্থক মুন্না। পাহাড়তলি আমবাগানে দুপক্ষের সংঘর্ষে মারা যায় আলাউদ্দিন নামে একজন। এছাড়া আসাদগঞ্জ, বালুছড়া, টাইগারপাস, ফিরিঙ্গিবাজারসহ বিভিন্নস্থানে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘাতে অন্তত ১৫ জন আহত হয়।
মোট ৭৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার।