মোঃ রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এরপর কবে নির্বাচন হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন পুন:তফসিল অথবা স্থগিতকৃত তফসিলে ভোট গ্রহণ করবে বলে জানা গেছে।
এদিকে আগামী ৬ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়র এবং কাউন্সিলরদের দায়িত্বের শেষ দিন। ৬ আগস্টের মধ্যে নির্বাচন করতে না পারলে বর্তমান মেয়রসহ নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করবেন নাকি প্রশাসক নিয়োগ দেবেন-সে ব্যাপারে হাত নেই নির্বাচন কমিশনের। সেই সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে গত ১ জুন সোমবার ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৯ মার্চের চসিকের সাধারণ নির্বাচনসহ যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রদত্ত নব্বই দিন সময় পার হয়ে গেছে।
গত ফেব্রুয়ারিতে ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পেরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের একেবারের কাছাকাছি সময়ে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারনে নির্বাচন কমিশন চসিক নির্বাচন স্থগিত করেন। ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী নির্বাচনের সব সময়সীমা পার হয়ে গেলে সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে করণীয় নির্ধারণ করতে হবে।
যদিও সিইসি ইতোমধ্যে বলেছেন, তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রয়োজনে ব্যাখ্যা নেবেন। স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের। তাই চসিকসহ অন্যান্য নির্বাচন সরকার যখন চাইবে, তখন করবে ইসি।