চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বহনকারী ‘নববাক’ নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। এসময় আহত হন শিক্ষার্থীরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।